কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘স্কুল পর্যায়ের ছাত্র-ছাত্রীদের জন্য বিজ্ঞান বিষয়ক বিশ্বের সবচেয়ে বড় ব্যবহারিক ক্লাস’ এ অংশ নিয়েছেন দেশসেরা বিজ্ঞানী ড. মুহম্মদ জাফর ইকবাল। তাঁর মুল্যবান বক্তৃতা শুনতে পিনপতন নিরবতা বিরাজ করছে শিক্ষার্থীদের মাঝে। তবে প্রথমে তিনি বেশ কিছু বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন। পরে বিস্তারিত আলোচনায় অংশ নেবেন বলে জানা গেছে।
৩২০০ শিক্ষার্থীর অংশগ্রহনের এ ব্যবহারিক ক্লাসের ফলে বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তিতে ঈর্ষণীয় সফলতা লাভকারী দেশ অষ্ট্রেলিয়ার ব্রিসবেন, কুইন্সল্যান্ডে অনুষ্ঠিত ২৯০০ শিক্ষার্থীর রেকর্ডকে পিছনে ফেলে গ্রিনিজ রেকর্ড বুকে নাম লেখাবে বাংলাদেশ।
কুলিয়ারচর উপজেলা থানার মাঠে আন্তর্জাতিক মানের সুবিধা সম্পন্ন শ্রেণীকক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া বিজ্ঞানের সবচেয়ে বড় এ ব্যবহারিক ক্লাস পরিচালনার দায়িত্ব পান দেশের খ্যাতিমান বিজ্ঞানী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল।